নাজমুল হাসানঃ
রাজধানীর ডেমরা থানা কোনাপাড়া এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলোকিত ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। রবিবার ১১ আগস্ট কোনাপাড়া ডিএনডি লেকের পাড়ে এসব গাছ লাগানো হয়।এ এসময় আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ ভেষজ উদ্ভিদ সহ নানা ধরনের বৃক্ষ রোপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আদনান মাহমুদ অভি, তানভীর, রিফাত, ফাহিম আদনান, সিয়াম, তামিম, জিন্নু সহ অনেকেই।
একঝাঁক উদীয়মান তরুণের সম্মিলিত প্রয়াসে আলোকিত ফাউন্ডেশন নামে এই সামাজিক সংগঠনটি গড়ে উঠেছে। নানা সামাজিক ও জনহিতকর কাজ করে ইতোমধ্যেই সংগঠনটি এলাকায় মানুষের ব্যাপক প্রশংসা পেয়েছে।
আলোকিত ফাউন্ডেশনের আদনান মাহমুদ অভি ও তানভীর,রিফাত,ফাহিম আদনান,সিয়াম,তামিম, জিন্নু সহ বেশ কয়েক জন উদ্যোক্তা মিলে এলাকার যুব সমাজকে সংগঠিত করে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।আলোকিত ফাউন্ডেশনের বহু উপকার ভোগী লোকজন সংগঠনটির দীর্ঘায়ু কামনা করছেন।