সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরার বামৈল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ওমরা হজ্ব কাফেলার উদ্যােগে দোয়ার আয়োজন করা হয়েছে।
০৩ আগষ্ট (শনিবার) দুপুরে বামৈল বাজারে সালামত হজ্ব ট্রাভেলস এর উদ্যােগে এ মহতী দোয়ার আয়োজন করা হয়।
সালামত হজ্ব ট্রাভেলস এর আলহাজ্ব মোঃ আসলামের সৌজন্যে এবং বামৈল বাজারের ব্যবসায়ী হাজী সৈয়দ মফিজুল ইসলাম ও ডাঃ মোঃ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনৈতিসলামিক প্রতিরোধ কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আতিকুর রহমান নান্নু মুন্সি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালামত হজ্ব ট্রাভেলস এর ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুল্লাহ হিল ওয়াহিদ।
দোয়া মাহফিলের সভাপতিত্বে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, আলহাজ্ব নুরউদ্দিন।দোয়া মাহফিল পরিচালনা করেন বামৈল কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতী হাবিবুল্লাহ সিরাজী।
উল্লেখ্য যে,সালামত হজ্ব ট্রাভেলস এর পক্ষে বামৈল বাজার হতে ৯০ জন হজ্ব যাত্রী আগামী ০৭ আগষ্ট পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য সৌদি আরব যাচ্ছেন।
এ বিষয়ে আলহাজ্ব আসলাম মিয়া বলেন,হজের সার্বিক দিকনির্দেশনা যারা এর আগে হজ বা ওমরা পালন করেননি তারা সৌদিআরবের নিয়ম কানুন সর্ম্পকে জানেন না। তাই হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ সব বিষয়ে হজযাত্রীদের ধারণা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, অনেক হজযাত্রী আছেন নতুন। অনেকের বুঝতে সমস্যা হয়। এজন্য আমরা হাতেকলমে তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আমরা হজযাত্রীদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। হজের পুরো সময়টাই আমরা আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করে থাকি।