পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে চুরির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানায় পার্কের ম্যানেজার মো. সরোয়ার হোসেন পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে এ মামলা করেন।
এদিকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমসহ সার্বিক তদারকির জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন বিধি মালা ২০০৭ এর ১৮গ (৩) বিধি অনুযায়ী, নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক জেলা প্রসাশক কাজী মাহবুবুর আলম এবং সদস্য সচিব হলেন দুদকের গোপালগঞ্জের উপ-পরিচালক মো. মশিউর রহমান। অন্যান্য সদস্যরা হলেন- জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেব প্রসাদ পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামারুল হাসান এবং আনসার ও ভিডিপির গোপালগঞ্জের জেলা কমান্ডেন্ট মো. ফজলে রাব্বি।