চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১৯তম দল হিসেবে মঙ্গলবার (১৪ মে) ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত স্কোয়াডে নেই কোনো চমক। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। রিজার্ড ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ।
প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরের দলে জায়গা করে নিয়েছেন রিশাদ হাসান, তানভীর ইসলাম ও জাকের আলী অনিক। এর আগে তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব ওয়ানডে বিশ্বকাপ খেললেও এই প্রথম জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্ব আসরে।অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিমের সঙ্গে টপ অর্ডারে আছেন সৌম্য সরকার ও নিজেকে হারিয়ে খুঁজতে থাকা লিটন কুমার দাস। বেশ লম্বা সময় ধরে ফর্মহীনতায় ভুগছেন লিটন।