কুমিল্লার দেবিদ্বার থানার এসআই সুদীপ্ত শাহীনের অপেশাদার আচরণ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের প্রবাসী আক্তার হোসেন পাওনা টাকা আদায়ের জন্য থানায় অভিযোগ করলে উলটো বিপাকে পড়েন। ওই পুলিশ কর্মকর্তা প্রকাশ্যেই বাদীর (প্রবাসী) কাছে মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন। এমন ভিডিও বাদীর কাছে থেকে পান গণমাধ্যমকর্মীরা; পরে তা ভাইরাল হয়ে যায়।
শুক্রবার ঘটনার তদন্ত করতে এসে এসআই সুদীপ্ত শাহীন বাদীকে বলেন, বেশি টাকা দিলে ভালো কাজ পাবি। আর কম টাকা দিলে কম কাজ পাবি। তুই বেশি টাকা না দিলে আমি (এসআই সুদীপ্ত শাহীন) আসামির পক্ষে থাকব। তুই কীভাবে আসামির কাছ থেকে টাকা আদায় করিস তা দেখে নেব।
পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার আচরণে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।