মামুনুর রহমান
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসমত (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হাসমতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, সকালে একটি নির্মাণাধীন ভবনে আমরা কয়েকজন পাইলিংয়ের কাজ করছিলাম। হাসমত একটি লোহার পাইপ লম্বালম্বি দাঁড় করানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।