গত ৭ মে সোমবার অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, দখিনের ক্রাইম সহ কয়েকটি পোর্টালে প্রকাশিত, আমার অনেক উপরে হাত আপনি কিসের সাংবাদিক আপনার আইডি কার্ড দেখান”টিআই মৃদুল (পর্ব-১) শিরোনামের সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন স্টাফ কোয়ার্টার ট্রাফিক বক্স এলাকার পরিচ্ছন্নতাকর্মী রাজিব তালুকদার। তিনি জানান,দখিনের ক্রাইম সহ উক্ত পোর্টাল গুলোতে প্রকাশিত একই ব্যক্তির লেখা সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে স্টাফ কোয়াটার এলাকায় ডেট ফেল গাড়ির,সিএনজি, বাস, ব্যাটারি চালিত অটোরিকশা সহ অনেক যানবহন ব্যবস্থা নিচ্ছে না টিআই মৃদুল।
টিআইর সাথে সাইদুল নামক কথিত এক দালাল পোষেন টিআই মৃদুল। যা কোনভাবেই সত্য নয়। এছাড়াও প্রকাশিত সংবাদে বলা হয়েছে সিএনজির স্টিকার বাণিজ্য করেন টিআই মৃদুল। যা পুরোপুরি একটি মিথ্যাচার। স্টাফ কোয়ার্টার এলাকায় মাত্র কয়েকদিন আগে টিআই হিসেবে যোগদান করেছেন মৃদুল পাল। এখনো ঠিকমত এলাকার কারো সাথে পরিচয় পর্যন্ত হয়নি তার। একটি অসাধু স্বার্থান্বেষী মহল মাসিক চুক্তির বিনিময়ে জেলা রেজিস্ট্রেশনকৃত সিএনজি পরিচালনা করে ফায়দা হাসিলের চেষ্টায় ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এই ভুয়া ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।