মোঃ সুজন,ঢাকাঃ
রাজধানীর ডেমরায় মো. সবুজ (২৭) নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থানা পরিদর্শকের চুরি যাওয়া মোটর সাইকেল (ভোলা—ল—১১—২২১২) উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া ১০ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইল ফোন, ৪ হাজার টাকা মূল্যের মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল রেজিস্ট্রেশন কার্ড, সিটি কর্পোরেশনের পরিচয়পত্র ও ২ টি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জড়িত ২ চোরকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়। ওই দিন বিকালেই আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার ভোররাতে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম টেংরা এলাকায় সবুজের বাসা থেকে এসব চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো—ডেমরার নড়াইবাগ এলাকার রুবেলের ছেলে মো. জিসান (২০) ও আমতলা এলাকার মুন্নার বাড়ীর ভাড়াটিয়া আব্দুল মান্নানের ছেলে মো. মাসুম (২০)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, প্রতিদিনের মতো বাসার নিচ তলায় ভুক্তভোগী সবুজ তার মোটর সাইকেল রেখে গত ২৮ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে ঘুমিয়ে পরেন। এদিকে কৌশলে ওই চোরেরা তার রুমের দরজা খুলে বাইকের চাবি ও মানিব্যাগ নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে মোটর সাইকেল চুরি করে। চোর মাসুম ভুক্তভোগীর পাশের বাড়ীতে বসবাস করে আসছিল।