তবে একটু ফর্মহীন থাকলেও নিজেদের মাঠ ও চেনা কন্ডিশনে কলকাতাকে শক্ত হুমকি দিবে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। এই ম্যাচে চেন্নাইয়ের কন্ডিশনে ফিজকে ব্যবহার করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাই মাত্র দেশ থেকে ফিরলেও চেন্নাই ম্যানেজমেন্টের আশা থাকবে ফিজ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত থাকেবে।
অবশ্য মুস্তাফিজকে একাদশে রাখতে চাওয়ার পেছনে বড় কারণ আছে চেন্নাইয়ের। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন মুস্তাফিজ। যদিও দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে খেলা তার শেষ ম্যাচটা সুখকর হয়নি। ৪৭ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট।
এরপরই দেশে ফিরে আসতে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজে। ভিসার কাজ শেষ করে এরই মধ্যে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন দ্য ফিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে ফিঙার প্রিন্ট দিতে ডাকা হয়েছিল বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। এ কারণে গেল ২ এপ্রিল দেশে এসেছিলেন মুস্তাফিজ। এ দিকে মাঝে এক ম্যাচ না খেলার সুবাদে হারিয়েছেন শীর্ষস্থান। দলকে জয়ে ফেরানোর পাশাপাশি নিজেও ফিরে পেতে চান শীর্ষস্থান, মাথায় পরতে চান পার্পল ক্যাপ।