সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলো ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তভুক্ত ডেমরা থানা ছাত্রলীগ।
৮ এপ্রিল (সোমবার) বিকেলে ডেমরার বামৈলের ঈদগাঁ সংলগ্ন বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল হক সাগরের পক্ষে এ ইফতার বিতরণের মহতী কার্যক্রম করেন ৬৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম নিলয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল হক সাগর, বামৈল উত্তর ইউনিটের সভাপতি নাসির উদ্দীন,সারুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম জহির,৭ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সভাপতি আলী জিন্নাহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জহিরুল ইসলাম রনি মুন্সী।
এসময় আরো ও উপস্থিত ছিলেন, ডেমরা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান তালুকদার,ডেমরা থানা ছাত্রলীগের নেতা আল মাহমুদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম নিলয় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই পবিত্র রমজান মাসে দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে এই উদ্যোগ।আমার নেতা ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল হক সাগরের পক্ষে সকলের পাশে দাড়াঁতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আমাদের হাতখরচের টাকা জমিয়ে আমরা প্রতিদিন আমাদের এই কার্যক্রম চলমান রাখছি। রমজানের শুরু থেকে আমরা ইফতার বিতরণ করা শুরু করেছি, যা চলবে রমজানের পুরো মাস জুড়ে’
উল্লেখ যে,ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল হক সাগরের সার্বিক ব্যবস্থাপনায় রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।তারই ধারাবাহিকতায় ডেমরার বিভিন্ন এলাকায় প্রতিদিন ধর্মপ্রান মুসল্লি ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণের মতো ব্যতিক্রমী এই উদ্যােগে চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগ সম্পাদক।