শাহরাস্তি সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত কৃষ্ণপুর সমাজকল্যাণ সংঘ এর উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও হাফেজদের সংবর্ধণা প্রদান করা হয়।
সোমবার ৮এপ্রিল কৃষ্ণপুর দক্ষিণ নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পা়ঠ করা হয়। কৃষ্ণপুর সমাজকল্যাণ সংঘের সদস্য ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা কালিমুল্লাহ জামিল সাহেব,নূরানী মাদ্রাসার প্রধাণ শিক্ষক জনাব দেলোয়ার হোসেন, অত্র সংগঠনেরপরিচালনা কমিটির সদস্য মামুনুর রশীদ ও সবুজ মোল্লা।
এসময় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে কৃষ্ণপুর সমাজকল্যাণ সংঘের দায়িত্বশীলরা স্থানীয় এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের এই অগ্রযাত্রায় কৃষ্ণপুর এলাকার সকল মুরব্বি, বিত্তবান ও প্রবাসীরা সহযোগিতার ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় গ্রামের ৭জন নতুন হাফেজকে ক্রেস্ট দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসী, এলাকবাসী ও কবরবাসীর জন্য দোয়া করা হয়।