এই মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিখ্যাত ক্লাব লিভারপুল ছাড়বেন তাদের কোচ ইয়র্গেন ক্লপ। অলরেডদের প্রায় তিন দশকের অপেক্ষা ঘুঁচিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়া এই কোচের বিদায় রাঙাতে এই মৌসুমে সম্ভাব্য সব ট্রফি জয়ের বাসনা নিয়ে মাঠে নেমেছিল সালাহ-নুনেজরা। তবে এই সম্ভাব্য সব ট্রফির একটি এফএ কাপ থেকে তারা বিদায় নেয় চিরশত্রু ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। এবার একই দলের সাথে ড্র তে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল ক্লপের শিষ্যরা।
রোববার (৭ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান খুঁইয়েছে লিভারপুল। সালাহ এবং দিয়াজের গোল করলেও শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক গোল মিসের মাসুল হিসেবে ২ পয়েন্ট হারাল অলরেডরা। ইউনাইটেডের পক্ষে তাদের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ও তরুণ মিডফিল্ড সেনসেশন কোবি মাইনো গোল করে।
ম্যাচটির প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুলের খেলোয়াড়েরা। প্রথমার্ধে তাদের আধিপত্য কতটুকু ছিল একটি পরিসংখ্যান দ্বারাই বোঝানো যায়। পুরো প্রথমার্ধে লিভারপুল স্বগতিকদের জালে ১৩টি শট নিয়েছে বিপরীতে ইউনাইটেড শট নিয়েছে সব মিলিয়ে শূন্যটি।প্রথম মিনিট থেকে গোলের নেশায় মত্ত থাকা দলটির অপেক্ষা করতে হয় ২৩ মিনিট পর্যন্ত। অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে ডারউইন নুনেজের হেডে বল চলে যায় লুইস দিয়াজের কাছে। ইউনাইটেডের বাজে রক্ষণের সুযোগে ফাঁকায় থাকা দিয়াজ দারুণ এক স্করপিয়ন কিকে লিভারপুলকে এগিয়ে দেন।