নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর –২০২৪ উপলক্ষে সকলকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি কামরুল হাসান রিপন ভাইয়ের পক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জানিয়েছেন সারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনজু হোসেন।
মনজু হোসেন সাবেক ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যকরী সদস্য ছিলেন,সাবেক আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা,বর্তমানে মনজু হোসেন ৬৬ নং ওয়ার্ড সিএনজি অটো রিস্কা কমিটি বড় ভাঙ্গা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক লীগের। তার বাবা মৃত তাজু মিয়া সাবেক সারুলিয়া ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন, তার বড় ভাই মনির হোসেন যুবলীগের বড়ভাঙ্গা ফুলকুড়ি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক,মনজু হোসেন ৬৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় দেশবাসী তথা ডেমরাবাসীকে মনজু হোসেন বলেন, ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের।তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।তিনি আরো বলেন প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে ।শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে
ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলেন।ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা ।সকল মুসলিম উম্মাহার সহ সকলকে জানাই ঈদ মোবারক।