সালে আহমেদ, ডেমরাঃ
ডেমরার ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৪ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমান রতন।
প্রতিষ্ঠানের সভাপতি কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-০৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম,ডগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোবারক হোসেন সাউদ ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন,কোনাপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সোহেল রানা,বামৈল ৭ নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম, বামৈল উত্তর ইউনিটের সভাপতি নাসির উদ্দীন,ডগাইর উত্তর ইউনিটের সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সজল বলেন,মাদক নির্মূলে পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করা হবে। ঢাকা -০৫ আসন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি রোধ করা হবে।অবৈধ দখলবাজদের বিরুদ্ধে ও কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে।