
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রের তৎপরতায় নিজ দেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মধ্যপ্রাচ্যে চলমান এ সংঘাতের মধ্যে প্রথম বড় ধাক্কাটা গতকাল রোববার খেল ওয়াশিংটন। এদিন জর্ডানে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আরও চাপের মধ্যে পড়েছেন বাইডেন। বিষয়টি নিয়ে লিখেছেন বিবিসির আন্তর্জাতিক বিষয়ক প্রধান প্রতিবেদক লিস ডসেট।