ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজে ডেমরা থানার সকল শিক্ষক—শিক্ষিকাদের নিয়ে নতুন শিক্ষা কারিকুলাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে (১ জানুয়ারি) অনুষ্ঠিত ওই কর্মশালাকে পোলিং এজেন্ট ট্রেনিং প্রোগ্রাম ভেবে সতন্ত্র প্রার্থীর পক্ষে ২ নেতা বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বাধা প্রদানকারীরা শিক্ষা বিষয়ক কর্মশালা দেখে ফিরে গেছেন বলে জানিয়েছেন তারা। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ও বিজিবি এসে ঘটনাস্থল পর্যবেক্ষণের সময় কোন বিশৃঙ্খলা দেখেনি বলে জানিয়েছেন থানা পুলিশ।
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা জানায়, কর্মশালা চলাকালিন ঢাকা—০৫ আসনের সতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলের ট্রাক মার্কার পক্ষে স্থানীয় ২ আ’লীগ নেতা সোহেল খাঁন ও মো. হারুন বেআইনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের ট্রেনিং অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এ সময় তারা পোলিং এজেন্ট প্রশিক্ষণ দেখতে না পেয়ে শিক্ষা বিষয়ক কর্মশালা দেখে ফিরে যান।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির গর্ভনিং বড়ির সভাপতি ও ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভুঁইয়া সেন্টু বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে এসে সোহেল খাঁন ও হারুন বেআইনীভাবে প্রভাব খাটিয়ে ভয় দেখানোর চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় আমি থানা পুলিশকে ফোন করলে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। পোলিং এজেন্ট প্রশিক্ষণ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযুক্তরা প্রভাব খাটিয়েছে খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের পায়নি। তবে এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বা শিক্ষকরা কেউ ওই ২ জনের বিরুদ্ধে হুমকি—ধমকি ও বাধা প্রদানের কোন লিখিত অভিযোগ করেনি।