মোঃ শফিকুল ইসলামঃ
যাত্রাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি মো.হুমায়ুন ঢালী(৪০) কে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ১৯ডিসেম্বর রাতে র্যাবের সূত্রে জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, ঘটনার পর হুমায়ূন ঢালী ঢাকা থেকে শরীয়তপুরে গিয়ে আত্মগোপন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২০২২ সালের ১৬ অক্টোবর যাত্রাবাড়ীর গোবিন্দপুর রূপসী গার্মেন্ট সংলগ্ন ২৬/এ বাড়ীর ৫ তলার সাথী নামে এক নারীর ৫/১ নং ভবনের কক্ষে ৭ জন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ডেমরার বাঁশেরপুল বার্জার পেইন্ট সংলগ্ন ডেমরা যাত্রাবাড়ী রাস্তার পাশে মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় আসামীরা।
যাত্রাবাড়ী থানায় ভুক্তভোগী লিজা আক্তার নামে ঐ নারী দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় হুমায়ূন ঢালীসহ সাতজনকে আসামি করা হয়। মামলায় লিজা আক্তার নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
র্যাব-৮ এর মাদারীপুর জেলার কোম্পানী কমান্ডার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার পলাতক আসামি হুমায়ূন ঢালী কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে। হুমায়ূন ঢালী শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার বিকে নগর এলাকার আব্দুল ঢালীর ছেলে।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব