মোঃ সুজন, বিশেষ প্রতিবেদকঃ
রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে ২৭ বোতল ফেনসিডিলসহ মো. সবুজ (৩০) নামের ১ মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সুলতানা কামাল সেতুর পশ্চিম পার্শ্বের পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ডেমরার দিকে আসে। এ সময় পুলিশ চেকপোস্টে ওই লেগুনার যাত্রীদের তল্লাশি করলে সবুজের সঙ্গে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয় কর্তব্যরত পুলিশ। পরে ওই মাদক কারবারীকে ডেমরা থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার্স ইনচার্জ মো.জহিরুল ইনলাম বলেন, ফেনসিডিল বর্তমানে স্বর্নের চেয়ে বেশি দামি মাদক। তাই এ ঘটনায় আরও তদন্ত চালানো হবে। কারা কারা এর সঙ্গে জড়িত তা তদন্তে বের করা হবে। আর এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।