বাবুল হোসেন,ডেমরা
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া মিনি কক্সবাজার এলাকা থেকে যুবক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।এদের মধ্যে অজ্ঞাত কিশোরীর বয়স (১৪) ও রনি (২৫)।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ৬৪ নং ওয়ার্ডের মোতালেব চত্বরের বাধন এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতর থেকে যুবক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপ, ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে অজ্ঞাত এক কিশোরী ও এক যুবক। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যে কোনো সময় মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে