বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপাকে ভারত। ২৭ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে।
ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির বলে বোল্ড হয়ে ফিরেছেন ভারতীয় তারকা ওপেনার শুভগামন গিল। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান তারকা পেসার ডেভিড উইলি।