সালে আহমেদ,ঢাকাঃ
সারাদেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়েছেন।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে প্রতিরোধ, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বাইতুল মোকারমসহ বিভিন্ন সড়ক মহাসড়ক ও এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ডেমরা থানা আ,লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সরেজমিনে অবস্থান কর্মসূচিতে ডেমরা থানা আ,লীগের সভাপতি ও ঢাকা-০৫ আসনের এমপি পদপ্রার্থী হাজী আতিকুর রহমান আতিকের নেতৃত্বে এলাকায় পাশাপাশি গুলিস্তানে ও অবস্থান নিতে দেখা গেছে।
শান্তি সমাবেশে অবস্থানের বিষয়ে বলেন, জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।বিএনপি জামাতের অপশক্তিকে আর সুযোগ নিতে দেওয় হবে না বলে জানান তিনি।