শরীফ আহমেদ প্রতিবেদনঃ
পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নিজেকে দেশের জনশক্তিতে রুপান্তর করতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। উক্ত প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন পাঠ্যক্রমকে কেন্দ্র করে শুরু হয়েছে ৬ ও ৭ অক্টোবর ২দিন ব্যাপী “চলো বানাই রোবট” প্রতযোগিতা। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ৮০টির বেশি রোবট উপস্থাপন করে যা নন প্রোগ্রামেবল ক্যাটাগরির।
শিক্ষার্থীরা তাদের হাতের নাগালে থাকা কাগজ, চাকা, প্লাস্টিক, লাইট, মোটর, সেন্সর ইত্যাদি সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করে কল্পোনার রোবটের প্রোটোটাইপ।
৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী বলেন “আমার অনেক দিনের ইচ্ছে ছিলো রোবট বানাবো,কিন্তু সুযোগ হয়ে উঠেনি , আজকে আমি প্রথম সফলভাবে রোবট এর বাহ্যিক গঠন উপস্থাপন করতে পেরেছি, আগামীতে আমার এই রোবটে প্রোগ্রামিং যুক্ত করে রোবটে প্রাণের সঞ্চার করতে চাই”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ক্লাবের ট্রেইনার প্যানেল। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কম্পিউটার ক্লাব সম্পাদক জনাব আব্দুর রহমান , যুগ্ম সম্পাদক সাখওয়াত হোসেন, অর্থ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন, ক্লাবের অন্যান্য সদস্য জনাব তোহা কামাল, রুপম সাহা বাপ্পি, তৌহিদুল ইসলাম তন্ময়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ক্লাব সমন্বয়কারী জনাব ইসমাইল হোসেন জাবেদ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মাহবুবুর রহমান মোল্লা।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাবে আধুনিক ও যুগোপোযুগি ১টি ল্যাব রয়েছে। উক্ত ল্যাবে ২০ টি সর্বাধুনিক কম্পিউটার রয়েছে যা ক্লাবের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় হাতে-কলমে শিখতে ব্যাবহার করে। ক্লাবে চার টি (০৪) বিষয়ে প্রশিক্ষণ চালু রয়েছে। প্রশিক্ষণের বিষয় গুলো হলোঃ বেসিক কম্পিউটার , এম এস অফিস, প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলোপমেন্ট। মূলত ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ভীতি হ্রাস করা ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করার বিষয়টি এখানে প্রাধান্য পায়। এছাড়াও বিভিন্ন আইটি কন্টেস্টে প্রতিযোগিতা করার জন্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা ক্লাবের অন্যতম লক্ষ্য। ক্লাবের শিক্ষার্থীরা মনে করেন বাড়াতে হলে যোগাযোগের শক্তি, শিখতে হবে ডিজিটাল প্রযুক্তি। আজকে শিখবো, আগামীতে নেতৃত্ব দেবো