বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে থাকার কথা ছিল জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাফিস ইকবালের। কিন্তু জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান সেটি চান না। সাকিব না চাওয়ায় বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যান নাফিস।
শুধু নাফিস ইকবালকে নিয়েই নয়, গুঞ্জন রয়েছে নাফিসের ছোট ভাই জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালকে নিয়েও ইগো সমস্যা রয়েছে সাকিবের। বিশ্বকাপ দলে তামিমকে নাকি চানা না সাকিব।
যে কারণে মঙ্গলবার রাতে বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন সোমবার রাতে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সঙ্গে নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেন সাকিব।
একই সমস্যার জন্যই হয়তো মঙ্গলবার মিরপুরে ম্যাচ চলাকালীন সময়ে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি। তার আগে বলা মুশকিল বিশ্বকাপ দলে তামিম থাকেন কিনা। তবে না থাকার সম্ভাবনাই বেশি।