
ফুটবল বিশ্বের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলকে দেড় দশক শাসন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজন মিলে ফুটবলের প্রায় সব রেকর্ড তছনছ করে নিজেদের নাম যুক্ত করেছেন। তবে তাদের একটি কৃর্তিতে ভাগ বসিয়েছেন দুই ফুটবল তারকা। উয়েফা ক্লাব ফুটবলের ইতিহাসে মেসি-রোনালদোর পর তৃতীয় ফুটবলার হিসেবে ১০০তম গোলের দেখা পেয়েছেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডভস্কি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে ৫-০ গোলের জয় পায় বার্সেলোনা। এদিন দলের দ্বিতীয় গোলটি করেন লেভানডভস্কি। এই গোলের সুবাদে রোনালদো ও মেসির পর তৃতীয় ফুটবলার হিসেবে উয়েফা ক্লাব ফুটবলে গোলের অন্যরকম ‘সেঞ্চুরি’ করলেন লেভানডভস্কি।
রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে দুর্দান্ত ভলিতে গোল করায় পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কির গোল সংখ্যা দাঁড়াল ১০০টি। এর মধ্যে ৯২টি গোল চ্যাম্পিয়নস লিগে এবং বাকি গোলগুলো ইউরোপা লিগে করেন এই পোলিশ অধিনায়ক। বায়ার্ন মিউনিখের থাকাকালীন ৬৯ গোল করেছিলেন এই বার্সা তারকা। বাকি গোল গুলো বুরুশিয়া ডর্টমুন্ড ও কাতালান ক্লাবটির হয়ে করেন।
উয়েফা ক্লাব ফুটবলের গোলের হিসেবে সবার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ তারকা রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই প্রতিযোগিতায় ১০০ গোলের কৃতিত্ব গড়েছিলেন সিআরসেভেন। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৪০ গোলসহ মোট ১৪৫ টি গোল রয়েছে উয়েফা ক্লাব ফুটবলে।
উয়েফার ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা লিওনেল মেসি। উয়েফা ক্লাব প্রতিযোগিতায় ১৩২ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি ২০০৯, ২০১১ এবং ২০১৫ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন। আর্জেন্টাইন তারকা ইউরোপে কাতালান জায়ান্টদের হয়ে ১৪৯ ম্যাচ থেকে ১২০টি গোল করেছেন। বাকি ১২টি গোল করেন পিএসজিতে যোগ দিয়ে।