
আইএফআইসি ব্যাংকের রাজধানীর পল্টন শাখায় টাকা জমা দেওয়ার সময় পুলিশের পোশাক পরে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পৃথক অভিযানে ছিনতাইয়ের ২০ লাখ টাকা ও পুলিশের দুই সদস্যসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ
আইএফআইসি ব্যাংকের রাজধানীর পল্টন শাখায় টাকা জমা দেওয়ার সময় পুলিশের পোশাক পরে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পৃথক অভিযানে ছিনতাইয়ের ২০ লাখ টাকা ও পুলিশের দুই সদস্যসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ, দোকানদার হৃদয়, মঞ্জু ও সোহেল
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপর দুইটার দিকে ২০ লাখ টাকা জমা দিতে ব্যাংকের উক্ত শাখায় আসেন ব্যবসায়ী আব্দুলা আল মামুনের কর্মচারী আজিম উদ্দিন (২৪)। আড়াইটার দিকে টাকা জমা দেওয়ার লাইন থেকে পুলিশের পোশাক পড়া দুই সদস্য তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনে দোকানদার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ডেমরা পুলিশ লাইনে অভিযান চালিয়ে কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে।
আটককৃতদের দেওয়া তথ্যমতে পরে পৃথক অভিযানে রাজধানীর বাসাবো এলাকা থেকে একটি মোটরসাইকেল ও আরও ১০ লাখ টাকাসহ ছিনতাইকারী সোহেলকে আটক করে।
ডিবি পুলিশের মতিঝিল জুনের অতিরিক্ত পুলিশ কমিশনার আতিকুল ইসলাম খান জানান, ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রথমে ব্যাংকের সামনের টং দোকানদার হৃদয় (৩০) কে শনাক্ত করে পুলিশ। পরে তার সহযোগী মঞ্জুকে আটক করে। তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে।
এরপর বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করে।
পুলিশ আরও জানায়, আজ বেলা আড়াইটার সময় পুলিশের দুই সদস্যসহ ৫ জনের একটি চক্র উল্লেখিত ব্যাংকের ভিতরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।