নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আজাহারের ছেলে মাসুদ (২১) ও বাদল মিয়ার ছেলে বাবলু (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।