ইউক্রেনের অন্যতম বড় নির্মাণ সংস্থার প্রধান নির্বাহী ওলেহ মাইবোরোদা তার ডেস্কের পেছনে ডলারের বিলগুলো রাখছিলেন। ভিয়েনায় রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাইবোরোদা বলেন, এ অর্থ রাখার উদ্দেশ্য ছিল নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য সরকারি কর্মকর্তাদের ঘুস দেওয়া জন্য। ওই অর্থ হস্তান্তরের কাজটি ওলেহ তাতারভ নামে একজন আইনজীবীর ওপর দেওয়া হয়েছিল। যিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র উপদেষ্টা।
মাইবোরোদা বলেন, তাতারভ আইন প্রয়োগকারীর সঙ্গে সব সমস্যার সমাধান করতেন। তিনি নির্মাণ সংস্থা, উকরবুড ডেভেলপমেন্ট এলএলসির সঙ্গে দুর্নীতির পরিকল্পনায় জড়িত ছিলেন। পরে তার কোনো বিচার হয়নি।
মাইবোরোদা আরও বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাতারভের মাধ্যমে ঘুস আদান-প্রদান করা হয়। পুলিশ, আদালত এবং প্রসিকিউটরদের সঙ্গে আইনজীবীর যোগাযোগ তাকে নিখুঁত করে তুলে।
মাইবোরোদা তার অভিযোগের কোনো প্রমাণ দেননি। তাতারভ সব অভিযোগ অস্বীকার করেছেন।
২০২০ সালে ডিসেম্বরে ইউক্রেনের ফোকাস ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, তার প্রশাসনে দুর্নীতির কোনো স্থান নেই।