ম্যানচেস্টার সিটি গত মৌসুমে ‘ট্রেবল’ জিতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের সঙ্গে ঘরে তুলেছে সবচেয়ে আরাধ্য শিরোপাটি—চ্যাম্পিয়নস লিগ। এই টুর্নামেন্ট জিততেই তো কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে স্কোয়াড সমৃদ্ধ করেছে সিটি। গত মৌসুমে সেই চ্যাম্পিয়নস লিগ জেতায় এবার নতুন মৌসুম শুরুর আগে প্রসঙ্গটি ওঠাই স্বাভাবিক।
কিন্তু সংবাদ সম্মেলনে সিটি কোচ পেপ গার্দিওলা যেন বিষয়টি পাত্তাই দিতে চাইলেন না। ভাবখানা এমন যে চ্যাম্পিয়নস লিগে মাত্র একটি শিরোপা জিতে সিটি এমন আহামরি কিছু করে ফেলেনি!