
জাস্টিন ট্রুডো বলেছেন, শিখ নেতাকে হত্যায় ভারত সরকারের হাত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ঘোষণা দিয়েছেন, গত জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় নিহত একজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যায় ভারত সরকারের সম্পৃক্ততা ছিল। এ-সম্পর্কিত বিশ্বাসযোগ্য প্রমাণ তাঁর হাতে রয়েছে।
এই ঘোষণায় দ্বিপক্ষীয় সম্পর্কের তাৎপর্যপূর্ণ অবনতি হলো। কানাডায় বসবাসরত শিখ জনগোষ্ঠী ভারতে শিখদের জন্য স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে—এ নিয়ে ভারতের অভিযোগ আছে। কানাডায় শিখ জনগোষ্ঠীর ওপর অভিযান না চালানো নিয়েও নাখোশ তারা।
মঙ্গলবার ভারত সরকারের একজন মুখপাত্র ট্রুডোর আনা এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, একই অভিযোগ কানাডার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলেছিলেন। সে সময়ও তিনি এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন।
কানাডার সরকার আরও বলেছে, তারা ভারতীয় একজন গুরুত্বপূর্ণ কূটনীতিককে বহিষ্কার করেছে। ওই কূটনীতিক কানাডায় ভারতের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ছিলেন।