
টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ ঘিরে রয়েছে কচুরিপানার জঞ্জাল। এ কারণে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছে না। তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতি বর্ষায় ওই শিক্ষার্থী-শিক্ষকরা নৌকায় বিদ্যালয়ে আসা-যাওয়া করলেও চারদিকে কচুরিপানার দাপটে তারা এখন আর সেখানে যেতে পারছেন না
সরেজমিন দেখা যায়, রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে কচুরিপানায় ভরে গেছে। এবারের বর্ষায় পানি বাড়ায় বিদ্যালয়েও পানি উঠেছিল। পরে মেঝে থেকে পানি নেমে গেলেও বিদ্যালয়ের চারপাশে কচুরিপানা থাকায় শিক্ষার্থীরা এখন সেখানে যেতে পারছে না। শিক্ষকরা বিদ্যালয় খোলা রাখলেও পাঠদান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।