মোঃ সুজন,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় একটি ছিনতাইয়ের অপরাধে জনগন ও পুলিশের হাতে ৩ ছিনতাইকারী পর্যায়ক্রমে আটক হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল, ১ টি ধারালো চাকু, নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া ১ টি আই ফোন (মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা), নগদ ৩০ হাজার টাকা ও ১ টি মানিব্যাগ উদ্ধার হয়নি। শুক্রবার দিনগত রাতে মামলাটি দায়ের করেন আব্দুর রহমান ফাহিম (১৯) নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতাররা হলো— নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় বসবাসরত বরগুনার আমতলী থানা এলাকার মো. মান্নানের ছেলে মো. জুয়েল ইসলাম (২০), একই এলাকায় বসবাসরত পটুয়াখালীর বাউফল থানার সিংড়াধারী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সাকিব (২০) ও ঢাকার কদতলী থানার রায়েরবাগ এলাকায় বসবাসরত পাবনার চাটমোহর থানার দিঘলি গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন হোসেন (১৯)। এ ঘটনায় সিফাত নামে এক ছিনতাইকারী পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গত ৭ আগস্ট রাতে ডেমরার ডগাইর জিরো পয়েন্ট এলাকায় ওই ছিনতাই চক্রটি উদ্ধার করা মোটর সাইকেল নিয়ে বাদি ফাহিমের কাছ থেকে ছিনতাই করে। এ সময় আই ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় ফাহিম ছিনতাইকারী রবিনের গেঞ্জি ধরে টান দিলে সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে আটক রবিনের দেওয়া তথ্যমতে বাকি দু’জনকে শুক্রবার রাতে আটক করা হয়।