মোঃ সফিকুল ইসলাম,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া বাকপ্রতিবন্ধী সহ ২ শিশু ছাত্রীকে শ্লীলতাহানি করায় মো. আলা উদ্দিন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিকালেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার দিনগত রাতে ডেমরার সারুলিয়া টেংরা গরুর হাট সংলগ্ন দারুল আনসার মাদ্রাসার পাশে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মাদ্রাসার শিক্ষক ও চাঁদপুরের সদর থানার মান্দারী গ্রামের মৃত সামসুল হক পাটোয়ারীর ছেলে। এ বিষয়ে এক ছাত্রীর মা শুক্রবার সন্ধায় ডেমরা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০,(সংশোধনী—২০০৩) এর ১০ ধারায় মামলা করেন।
ভুক্তভোগী ২ ছাত্রী ও বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত ৭ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের ন্যায় ২ ছাত্রী মাদ্রাসায় যায়। ওই দিন দুপুর ১ টায় যথারীতি মাদ্রাসা ছুটি হলেও শিক্ষক আলা উদ্দিন ছাত্রীদের নিতে আসা মায়েদের বলেন ওদের আরও ক্লাস আছে, আপনারা বাসায় চলে যান ক্লাস শেষে বাসায় পৌঁছে দিব। এ সুযোগে ওই লম্পট ২ ছাত্রীকে মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। এ সময় তার যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভুক্তভোগীদের যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এদিকে ছাত্রীরা চিৎকার করে কান্নাকাটি শুরু করলে আলা উদ্দিন ভয়ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেয়। ওই দিন বিকালে বাসায় এক ছাত্রী কান্নাকাটি করে তার মায়ের কাছে এসব ঘটনা সব খুলে বলে।