আলোচনায় থাকার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ হারানো এমরান আহমেদ ভূঁইয়া নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘এমরান মার্কিন দূতাবাসে গিয়েছিলেন। কিন্তু আশ্রয় পাননি। অপেক্ষা করে গেট থেকে চলে এসেছেন। আমার মনে হয়েছে এটি একটি নাটক। সম্ভবত তিনি সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন। আলোচনায় থাকার জন্য তিনি নাটকটি সাজিয়েছেন। আর বিভিন্ন মতাদর্শের মানুষ যে সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এমরানের ঘটনায় তা স্পষ্ট। বিএনপি সবসময় দাবি করে যে, সরকারদলীয় কর্মীদের বিভিন্ন পদে বসানো হয়েছে। কিন্তু তাদের দাবি যে সঠিক নয় সেটি এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে।’