মোঃ সুজন ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় মেরাদিয়া প্যাকেজিং নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত ওয়াস্টেজ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাত সাড়ে ৭ টার দিকে ডগাইর ফার্নিচার মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ২ টি দল ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত খুঁজে পাইনি ফায়ার সার্ভিস। এক্ষেত্রে পুরে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে কারখানার মালিক মশিউর রহমান বলেন, দ্রুত এখান থেকে কারখানা টি আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছি। বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগলো তা আমরা জানতে পারিনি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, প্যাকেজিং কারখানাটি বন্ধ থাকায় কোন বিদ্যুৎ ছিল না। তাই আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে সব তথ্য জানা যাবে।