জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরার ৭০ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের উদ্যােগে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট রবিবার দুপুরে রাজধানী ডেমরার পাইটি মডেল হাই স্কুলের মাঠে শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ৭০ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোয়াইব আল মাসুদ পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহাঃ দঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসেন সুজন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মাহফুজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুন,স্টুডেন্ট এইডের পরিচালক মশিউর রহমান মুসা,পাইটি ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান,মোখলেছুর রহমান, আওয়ামী লীগের নেতা শহিদুল মিয়া,রফিক মোল্লা,লিটন মাদবর,ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা পিয়ার আহমেদ,বিল্লাল হোসেন,তবারক হোসেন,ইব্রাহিম খলিল,৬৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ এসহাক ও নজরুল ইসলামসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশে আজ উন্নয়নে ছোয়া বইছে।সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য কাজ করছে।ঘরে বসে আজ আমরা ডিজিটাল সেবা পাচ্ছি।দেশের উন্নয়ন আরো ও জোরদারের জন্য আওয়ামী লীগ সরকারকে আবারো ও দরকার।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্য বিভিন্ন দেশে আজ বাংলাদেশের কদর বেড়েছে।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।