
মামুনুর রহমান খোকনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট এ গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে রাজধানীর ডেমরায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট (সোমবার) বাদ মাগরিব ডেমরার ডগাইর মধ্য পাড়া এলাকায় এ আলোচনা সভা দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাবেক মৎস্যজীবি লীগের ডেমরা থানার সাধারণ সম্পাদক আলম সাউদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানার সাবেক আওয়ামী লীগের সভাপতি এ্যাড রফিকুল ইসলাম খান মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুস্তম আলী ইউনিটের সভাপতি রওশন আলী,মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তার,ডগাইর উত্তর ইউনিটের সভাপতি মাহবুব আলম ফয়সাল,বামৈল ইউনিট যুবলীগের সভাপতি এস ডি রাজনসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে তবারক বিতরণ করা হয়।