
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক বাকি খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডেমরার সারুলিয়া শুকুরশী ঈদগাঁ মাঠে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ৬৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী জয়নাল হাজারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহারুল ইসলাম খশরুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন আওযামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, ডেমরা থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
৬৭ নং ওয়ার্ড আওয়ামলীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী মাজহাজরুল ইসলাম খশরু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পেছনে যে মাস্টারমাইন্ডরা রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছেন তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে।
এসময় ৬৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রাথী জয়নাল হাজারী বলেন, আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা জেগে উঠে। সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা তৃনমূলের নেতাকর্মীরা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।