
মোঃ বাবুল হোসেনঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট শুক্রবার বাদ আসর ডেমরার ৬৬ নং ওয়ার্ডের বামৈল এলাকায় এ শোক সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল আহমেদ ফরহাদের সভাপতিত্বে ও ডেমরা প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব শফিকুর রহমান (পিপিএম)।
অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন, বামৈল উত্তর ইউনিটের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি দাউদ হোসেনসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত শোক সভায় মিলাদ মাহফিল পরিচালনা করে হাফেজ মাওলানা নাজমুল হোসেন।মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।