ক্ষমতায় কে থাকবে কে থাকবে না সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশের’ উদ্যোগে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
২১ আগস্ট হামলার সঙ্গে বিএনপি জড়িত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত মোশতাক ও জিয়া আর ২১ আগস্টে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির।