
নাজমুল হাসানঃ
ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সকাল দশটায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় ষ্টাফ কোয়ার্টার এলাকার সমতট টাওয়ারের তৃতীয় তলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ (সিআইপি)। আলোচনা সভার সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নিউ নেশন পত্রিকার বার্তা সম্পাদক ফাররুখ খসরু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ সিদ্দিক মাস্টার, যুগ্ম-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এ. আর হানিফ, আজাদ হোসেন, সাংবাদিক নাজমুল হাসান, বজলুর রহমান,মিরাজ মাহমুদ, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ওমর ফারুক, শরীফ আহমেদ, মিজানুর রহমান, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম,নারী সংবাদ কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।