সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় গাড়ি চাপায় নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার মৃত ইউনুস মিয়ার স্ত্রী।
এ বিষয়ে নাজমার ছেলে আব্দুল মমিন জানায়, ৭ থেকে ৮ বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত তার মা। নিয়মিত ঢাকায় এসে চিকিৎসা নিতেন। ৪ মাস আগে সবশেষ চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে তাকে সঙ্গে নিয়ে লঞ্চে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। শনিবার ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সেখান থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় করে শনির আখড়ায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।পথে ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়লে পেছন থেকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার ভোরে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় রিকশা থেকে ছিটকে পড়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপায় নাজমা বেগম নামে এক নারী মারা গেছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশনের বর্জ্যবাহী কোনো গাড়িতে আজ শনিবার ভোরে কেউ নিহত বা আহত হয়নি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।