
সালে আহমেদ, ডেমরাঃ
যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী আব্দুল আলীম খান (৫৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি আওয়ামী লীগের দূর্দিনের লড়াই-সংগ্রাম, আন্দোলনের রাজপথের পরিক্ষিত নেতা হিসেবে এলাকায় বেশ পরিচিত ছিলেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েদিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা -৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হাজী আবুল কালাম অনু, মাতুয়াইল উদিচি শিল্প গোষ্ঠী সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
উল্লেখ্য যে,ডেমরা -যাত্রাবাড়ী এলাকার আশে পাশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, আক্রান্তের পরিমাণ দিন দিন বাড়ছে।নাগরিকদের অভিযোগ জনপ্রতিনিধিরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কোনোই কাজই করছে না।বার বার জানিয়ে প্রতিকার পাচ্ছে না