ডেমরায় সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ রানা (২৮) নামে সিটি গ্রুপের এক মার্কেটিং কর্মকর্তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পায়ের নিচে ও পেটের অংশ থেতলে যায়।
বুধবার রাত সাড়ে ১২ টার দিকে বাঁশেরপুল শেখ রাসেল বাঁশের সেতু সংলগ্ন ডেমরা—যাত্রাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই রাতে অজ্ঞাত কোন যানবাহন মাসুদ রানাকে সড়কে চাপা দিয়ে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে থানা পুলিশ। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃতের পড়নে ছিল ধূসর রঙের জিন্স পেন্ট ও সাদা ফুল শার্ট। নিহত মাসুদ রানা কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার মাধবপুর গ্রামের মতিয়ার শেখের ছেলে।
এ বিষয়ে ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান।
মৃতের ছোট ভাই উজ্জল মোবাইল ফোনে জানায়, নিহত মাসুদ ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তিনি গত ১ বছর আগে সিটি গ্রুপে মার্কেটিংয়ের কাজে যোগদান করেন। আগে অন্যত্র কাজ করতেন। বর্তমানে তিনি রাজধানীর পোস্তগোলা সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন।