বিশেষ প্রতিনিধি:
আগামীকাল সোমবার। সোনারগাঁ পৌরসভা শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে সোনারগাঁ উপজেরা সেচ্ছাসেবকলীগের সম্মেলন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছে বলে দলীয় সূত্রে জানাযায়। তবে ত্যাগী, পরিক্ষিত, নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক সামসুজ্জামান সামসুকে দেখতে চান তৃনমূল নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল উদ্দিন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবু। আওয়ামীলীগের একাধিক ত্যাগী নেতারা জানান, সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে যারাই প্রার্থীতা করছেন তাদের মধ্যে, ত্যাগী কর্মী, রাজপথের নির্যাতিত নেতা, জাতির জনকের আদর্শের সৈনিক, সামসুজ্জামান সামসু সকলের সেরা। সে সব সময় দলীয় কর্মকান্ডে প্রথম সারিতে থাকেন। দলকে মনেপ্রাণে ভালোবাসেন। দলের জন্য সবসময় নিবেদিত প্রাণ। তাই আমরা বিশ^াস করি যারা দলের জন্য নিজের জীবনকে বাজি রেখে কাজ করবে তাকেই সভাপতি বানানো উচিৎ। তাহলে উপকৃত হবে সোনারগাঁ সেচ্ছাসেবকলীগ। স্থানীয় সেচ্ছাসেবকলীগের তৃনমূলের কর্মীদের দাবি, যিনি রাজপথে দলীয় হাইকমান্ড ঘোষিত সকল কাজে থাকবে। তৃনমূলের কর্মীদের মূল্যায়ণ করেন। সেই সামসুজ্জামান সামসু ভাইকে সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দিলে সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগ এগিয়ে যাবে। এ বিষয়ে সেচ্চাসেবকলীগে নেতা সামসুজ্জামান সামসু জানান, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সোনারগাঁয়ের বর্ষিয়ান নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভাইয়ের নেতৃত্বে সবসময় রাজপথের আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করছি। রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার হামলা মামলার স্বীকার হয়েছি। এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছি। তবুও রাজনীতি ছেড়ে দেইনি। বঙ্গবন্ধর আদর্শকে লালন করে সকল বাধা উপেক্ষা করে আওয়ামীলীগের রাজনীতিকে ভালবেসে সকল কার্যক্রম আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত করছি। যতদিন বেঁচে থাকব ততদিন আওয়ামীলীগের রাজনীতি করে যাব। আমি একজন নির্যাতিত,নিপীড়িত কর্মী হিসেবে যদি দল আমাকে মূল্যায়ণ করে উপজেলা আওয়ামীলী সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত করে তাহলে নেতাকর্মীদের সাথে নিয়ে সবসময় দলের জন্য নি:স্বার্থভাবে কাজ করে যাব এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করার লক্ষে সচেষ্ট থাকবো।