ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ট্রেইনি (শিক্ষানবিশ) চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে বিএসএমএমইউ থেকে শাহবাগ মোড়ে অবস্থান করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ। এতে কয়েকজন চিকিৎসক আহতও হয়েছেন বলে দাবি তার।