সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে গত ২ দিনে ডাকাত দলের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ টি বড় ছুরি উদ্ধার করা হয়। ওই দু’টি ঘটনায় সহযোগী আরও ২ জন পালিয়ে যায়। সোমবার ও মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের পৃথকভাবে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গত রোববার ও সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার চনপাড়া ব্রীজ সংলগ্ন ও ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলো— নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকার মো. মাঈন উদ্দিনের ছেলে মো. আকাশ (২২), সারুলিয়া গরুর হাটের পাশে উকিলের বাড়ির ভাড়াটিয়া শরীয়তপুর বেদেরগঞ্জ থানার নাজিরপুর এলাকার মো. দুলালের ছেলে মো. রাকিব (১৯), ডেমরা থানা এলাকায় ভাসমান টাংগাইলের ঘাটাইল থানার মানিকপুর এলাকার মো.আজিজুল ইসলামের ছেলে মো. শরীফুল ইসলাম শরীফ (২৩) ও যাত্রাবাড়ি থানা এলাকায় ভাসমান টাংগাইলের নাগরপুর থানার তেবাড়িয়া এলাকার কাইয়ুমের ছেলে মো. তামিম (১৮)। এ বিষয়ে এদের বিরুদ্ধে রোববার ও সোমবার রাতেই ডেমরা থানায় দস্যুতার সংঘটনের উদ্যোগ গ্রহনের অপরাধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
জনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার স্টাফ কোয়ার্টারস্থ হাজী মজিদ মার্কেটের পাশে পাকা রাস্তার উপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি চাকু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, উক্ত দু’টি বিষয়ে দস্যুতার প্রস্তুতির অপরাধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।