নিজস্ব প্রতিবেদকঃ
ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের মোঃ কামাল হোসেন তারেক সভাপতি ও মোঃ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ডেমরা থানার ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গত ২৭ মে ২০২৩ শনিবার জাতীয় শ্রমিক লীগ মহানগর দক্ষিণের সভাপতি এবিএম শফিউল আলম বুলু ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি এ মাজেদ সর্দার,মোঃ হানিফ শেখ, মোঃ আব্দুল মান্নান (মনা), মোঃ কামরুজ্জামান বাবলু, মোঃ আলমগীর মৃধা, মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মোতালেব খান, সহ-দপ্তর সম্পাদক রাজেশ বাবু প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু বরিশাল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব খান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, সহ-আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মোঃ হাসান মোল্লা, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ নিজাম, সহ- শিক্ষা সাহিত্য গবেষণা সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মোতালেব ভান্ডারী,সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরব আলী, শ্রমিক কল্যাণ সম্পাদক নয়ন মোল্লা, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন,ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোখলেছুর রহমান ,সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শেখ শামসুন্নাহার হক লাকি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বিবি,কার্যকরী সদস্য মোঃ কাঞ্চন মিয়া ,কবিরহোসেন, মোঃ হুমায়ুন, শেখ দেলোয়ার সরদার, মিন্টু মিয়া, ইসমাইল, আলমগীর হোসেন, খলিলুর রহমান,আশরাফ ও মোঃ মিঠু।
ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির সভাপতি কামাল হোসেন তারেক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।
ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাব। ক্ষুধা মুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব।
শ্রমিক নেতা জহিরুল ইসলাম ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আরো অভিনন্দন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন।