পবিত্র ঈদুল আযহার –২০২৩ উপলক্ষে সকলকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ভাইয়ের পক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জানিয়েছেন বামৈল দক্ষিন ইউনিটের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান গাজী।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় দেশবাসী তথা ডেমরাবাসীকে বোরহান গাজী বলেন, পবিত্র ঈদুল আযহার মুসলিম জাতির জন্য আনন্দের।তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।তিনি আরো বলেন প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে ।শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
বোরহান গাজী আরো ও বলেন,মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয় সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চিরসমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে।পবিত্র ঈদুল আযহার মুসলিম জাতির জন্য আনন্দের।তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।তিনি আরো বলেন, প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি মানব জেগে উঠুক ভ্বাতৃত্বের বন্ধনে ।শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরিত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।