সৌদি আরবে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হজের আনুষ্ঠানিকতা রোববার শুরু হয়েছে। তপ্ত আবহাওয়া উপেক্ষা করে এদিন মুসল্লিরা মিনার উদ্দেশে রওয়ানা দেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজের সাক্ষী হব। এবার ১৬০ দেশের ২৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। করোনার কারণে ২০২০ সালে মাত্র ১০ হাজার, ২০২১ সালে ৫৯ হাজার এবং ২০২২ সালে ১ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন।
এদিকে এবার হজের মৌসুমটা পড়েছে তীব্র গরমের মধ্যে। মুসল্লিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। এই গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে যেন তাদের চিকিৎসাসেবা দেওয়া যায় সেজন্য ৩২ হাজার স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।