
সালে আহমেদ,ডেমরাঃ
পরিচ্ছন্ন নগরায়ন গড়ে তোলার ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনাধীন ৭০নং ওয়ার্ডে অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন।
২৫শে জুন (রবিবার) রাজধানী ঢাকার ডেমরা থানা ও দক্ষিণ সিটি কর্পোরেশনাধীন ৭০নং ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে বর্জ্য স্থানান্তরের জন্য অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটির ৭০ এর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ- আতিকুর রহমান আতিকের সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ০৫ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান (উপ-সচিব)।
এসময় আরো ও উপস্থিত ছিলেন ৬৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাজী সালাহউদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা খানম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা হিমেল ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।